Breaking News
Home / আন্তর্জাতিক / আইসোলেশনে মাছ ধরছেন পুতিন

আইসোলেশনে মাছ ধরছেন পুতিন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে সাইবেরিয়ায় রুশ প্রেসিডেন্টের মাছ ধরার ছবি প্রকাশ করেছে ক্রেমলিন। মাছ ধরার পাশাপাশি পুতিন পাহাড়েও চড়েছেন বলে রোববার ক্রেমলিন জানিয়েছে।

প্রায় আড়াই সপ্তাহ পর পুতিনের কোনো ছবি সামনে এলো বলে রোববার একটি ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ক্রেমলিনের তরফ থেকে পুতিনের ২০টি ছবি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। সেসব ছবিতে পুতিনকে গাড়ি চালাতে, সাইরেবিয়ান নদীতে নৌকা চালাতে, মাছ ধরতে এবং পাহাড়ে চড়তে দেখা গেছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে।

ভিডিও ফুটেজে, পুতিনের তাবুতে সাধারণ ক্যাম্পিংয়ের বিছানাও দেখা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাইবেরিয়ায় ঠিক কোন জায়গা থেকে পুতিনের এসব ছবি ধারণ করা হয়েছে তা জানা যায়নি। মস্কো রোববার প্রথম প্রকাশ করলেও সেপ্টেম্বরের শুরুর দিকে ছবিগুলো তোলা হয়েছিল বলে রয়টার্স জানিয়েছে।

সেপ্টেম্বরের প্রথমদিকে পুতিন জানিয়েছিলেন, তার ঘনিষ্ঠ বেশ কয়েকজন করোনায় কয়েকদিন তিনি আইসোলেশনে থাকবেন। এ কারণে তাজাকিস্তান সফরও বাতিল করেন তিনি।

৬৮ বছর বয়সী পুতিন রাশিয়ার স্পুটনিক ভি টিকার দুই ডোজই নিয়েছেন। তিনি সুস্থই আছেন বলে ক্রেমলিন জানিয়েছে।

About parinews