
বিনোদন
নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও উপস্থাপক হিসেবে পরিচিত তমা মির্জা। করোনাকালেও নিয়মিত অভিনয় করছেন তিনি।
সেই ধারাবাহিকতায় সম্প্রতি রায়হান রাফির পরিচালনায় একটি নতুন ছবিতে অভিনয় করেছেন তিনি।
এছাড়া কিছুদিন আগে ‘আনন্দী’ নামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। সেটি প্রকাশের অপেক্ষায়। অভিনয়ের এই ব্যস্ত সময়ের মধ্যেই অবকাশ যাপনের জন্য আমেরিকায় যাচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে তমা বলেন, কাজের কারণে সেভাবে নিজের জন্য সময় বের করতে পারি না। সামনে কিছুদিন শুটিংয়ের ব্যস্ততা নেই। তাই এই ফাঁকে আমেরিকায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছি। আশা করছি অল্প সময়ের মধ্যেই ফিরে এসে কাজে মনোনিবেশ করব। সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে ফিরে আসতে পারি।
এদিকে শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘ফ্রম বাংলাদেশ’, শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘পাপকাহিনী’ এবং আরিফুজ্জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিগুলোর কাজ তার হাতে রয়েছে। টিভিতে নিয়মিত সেলিব্রেটি শো উপস্থাপনা করলেও আপাতত সেই কাজে বিরতি দিয়েছেন তিনি।