ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধারর পলাশবাড়ী পার্বতপুর গ্রামের এমদাদুল হকের পুত্র সাগর সরকার জীবন বাচতে সাহায্যের আবেদন করেছেন। সে বগুড়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিজ ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ার এর ইন্টারনির ছাত্র।

পারিবারিক সুত্রে জানা যায়,সে গত ১১/৯/২০১৬ ইং তারিখে রক্ত ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার স্বপন কুমার নাথ এর তত্ত্বাবধানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল দীর্ঘ ৬ বছর চিকিৎসা চলমান থাকায় হঠাৎ ৯/৩/২২ তারিখে তার ক্যান্সার বেড়ে যাওয়ায় ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতাল বোনমেরু সিবিসি ও পিবিএফ পরীক্ষার পর ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সেলিনা হক মাদ্রাজ নেয়ার পরামর্শ দেন মাদ্রাজ চিকিৎসা নিতে প্রায় 4 লক্ষ টাকার প্রয়োজন কিন্তু দীর্ঘদিন চিকিৎসা করে তার পরিবার এখন সম্পূর্ণ নিঃস্ব। শুধু বসত ভিটা 2 শতাংশ জমি ছাড়া তার আর কিছুই নেই। সকল দানশীল ব্যক্তি ও সুশীল সমাজের সকলের কাছে তার চিকিৎসার জন্য সাহায্যের প্রয়োজন। নিবেদন পিতা মোঃ ইমদাদুল হক-01761617917 bikash-01648440217 bikash