
ছাদেকুল ইসলাম রুবেল, গাইাবান্ধাঃ সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি সাধারণ মানুষকে হয়রানি, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অসৌজন্যমূলক আচরণ এবং সংগঠন বিরোধী কার্যকলাপ ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে কথিত সাংবাদিক শাজাহান ভুলুকে পলাশবাড়ী প্রেসক্লাব থেকে বহিস্কার করা হয়েছে।
এর আগে শাজাহান ভুলুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মার্চ ২০২২ ইং প্রেস ক্লাব কার্যনির্বাহী কমিটির সভায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়। দীর্ঘ তিন মাস তদন্ত কমিটি অভিযোগসমুহ সরেজমিন তদন্ত করে শাজাহান ভুলুর বিরুদ্ধে মতামতসহ একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন এবং তাকে প্রেসক্লাব থেকে চুড়ান্তভাবে বহিষ্কার ও সদস্যপদ বাতিলের জন্য জোর সুপারিশ করেন।
এরই ধারাবাহিকতায় গত ৩০ জুন ২০২২ কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক শাজাহান ভুলুকে প্রেসক্লাব থেকে বহিস্কার ও সদস্যপদ বাতিল করা হয়।
সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে শাজাহান ভুলু পলাশবাড়ী প্রেসক্লাবের পরিচয় দিয়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য অনুরোধ করা হয়।