ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা পৌর শহরের কলেজপাড়ায় অচেনা এক হিংস্র প্রাণী আক্রমণ করছে মানুষের উপর। শুক্রবার (২৭ মে) সকালে এই প্রাণীর আক্রমণে অন্তত ৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এরমধ্যে আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানন্তর করা হয়েছে। স্থানীয়রা জানান, কলেজপাড়া মসজিদে ফজরের নামাজ শেষে ফেরা মুসল্লী, জেলে, মাদ্রাসা শিক্ষক, গাইবান্ধা সরকারি কলেজের নৈশ্যপ্রহরী, রিকসাচালক, ঝালাইকর এবং প্রাত:ভ্রমণে বের হওয়া স্থানীয় বাসিন্দাসহ ৯জন শুক্রবার সকাল ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে প্রাণীটির আক্রমণে আহত হয়েছেন। আহতরা বলছেন, লাল ও সাদা রঙের মিশ্রনে কুকুর এর মতো দেখতে ধারালো দাঁতের ছোটখাট প্রাণীটি ভীষণ হিংস্র এবং ক্ষিপ্র গতি সম্পন্ন। ফলে এ এলাকার মানুষের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে। নারী-শিশুরা ঘরের বাইরে যেতে ভয় পাচ্ছেন।