গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় বেসরকারি উন্নয়ন সংস্থা রামচন্দ্রপুর পল্লী উন্নয়ন কেন্দ্রের (আরপিইউকে) সহিংস, হিংসা ও উগ্রবাদ প্রতিরোধ কর্মসূচির আয়োজনে ইয়ুথ গ্রুপের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের শাপলা মিলস এলাকায় ছিন্নমূল মহিলা সমিতির সম্মেলন কক্ষে দিনব্যাপী এই অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন অংশ নেন।
অরিয়েন্টেশনে ট্রেইনার ছিলেন সিএসও পিভিই ক্যাপাসিটি বিল্ডিং ইন বাংলাদেশ অ্যান্ড শ্রীলংকা প্রজেক্টের রংপুর ডিভিশনাল অফিসার মো. কামরুজ্জামান রানা।

এতে আর্থিক সহযোগিতা দিচ্ছে দ্যা ইউরোপিয়ান ইউনিয়ন ও জার্মান হেলভেটাস। সহযোগিতা করছে রূপান্তর আর বাস্তবায়ন করছে রামচন্দ্রপুর পল্লী উন্নয়ন কেন্দ্র (আরপিইউকে)। অরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর পল্লী উন্নয়ন কেন্দ্রের (আরপিইউকে) সমন্বয়কারী রওশন আলম রোলেক্স ও ফোকাল পারসন ঝর্না রানী রায় প্রমুখ।