Breaking News
Home / জেলা সংবাদ / গাইবান্ধায় জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধা জেলা আইন শৃংখলা কমিটির এক সভা ৮ মে রবিবার স্থানীয় কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে সভায় গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবীর, গাইবান্ধা পৌর মেয়র মো. মতলুবর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় গাইবান্ধার আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং সন্তোষ প্রকাশ করা হয়। যানজট সমস্যার সমাধানে ফোরলেন সড়কটির অসমাপ্ত কাজ দ্রুত সমাধান, বাল্য বিবাহ রোধ, ইভটিজিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বাসভাড়া বৃদ্ধি ঠেকাতে সতর্ক থাকাসহ অন্যান্য বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

About parinews