গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় বঙ্গবন্ধু নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের কলেজিয়েট মডেল সরকারি স্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি আসিফ সরকার সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন।
বঙ্গবন্ধু নাইট ক্রিকেট টুর্নামেন্ট কমিটির শিবলী, শফিক, সুজন, মিঠু এর আয়োজনে গেল দুই বছর থেকে প্রতিবছরের ডিসেম্বর মাসে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে টুর্নামেন্টটি। ১৩নভেম্বর থেকে শুরু হওয়া এবারের টুর্নামেন্টে সবমোট ১৬টি দল অংশ গ্রহণ করেন। ফাইনাল খেলায় টসে জিতে বেল্লা স্মৃতি স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করে সব গুলো উইকেট হারিয়ে ৩৪ রানের টার্গেট দেন দোয়েল স্পোর্টিং ক্লাবকে পরে ২বল হাতে রেখে জয়ের বন্দরে তারা। আমন্ত্রিত অতিথি গন খেলার শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন।