Breaking News
Home / জাতীয় / গাইবান্ধায়  বাসদ (মার্কসবাদী) ‘র বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান

গাইবান্ধায়  বাসদ (মার্কসবাদী) ‘র বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাৌ চাল-ডাল-তেলসহ নিত্য প্রয়োজনীয়  দ্রব্যের দাম কমানো,সর্বজনীন রেশনব্যবস্থা চালু ও খাদ্য পণ্যের রাষ্ট্রীয় বাণিজ্য চালু করার  দাবিতে-কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  বাসদ( মার্কসবাদী) গাইবান্ধা  জেলার উদ্যোগে ১২-০৬-২০২২ইং বেলা ১২টায় গাইবান্ধা জেলা শহরের বিক্ষোভ মিছিল শেষে   জেলা আহবায়ক  আহসানুল হাবিব সাঈদ  এর সভাপতিত্বে ১নং রেলগেটে  সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ( মার্কসবাদী)   জেলা  কমিটির সদস্য  নিলুফার ইয়াসমিন শিল্পী, পরমানন্দ দাস প্রমুখ। বক্তাগন বলেন আওয়ামী ফ্যাসীবাদী-দুঃশাসনে মানুষের জীবন অতিষ্ঠ। মানুষের বেচেঁ  থাকার নুনতম মোলিক অধিকার  নেই।গণ বিরোধী এই সরকার যে বাজেট পেশ করলেন সেখানে গণমানুষের আকাংঙ্খার প্রতিফলন হয়নি কারণ তারা জনগনের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি।তাই অবিলম্বে আওয়ামী ফ্যাসীবাদী সরকার পদত্যাগ করে নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, গ্যাস – বিদ্যুৎ এর বর্ধিত মূল্য প্রত্যাহার ও সর্বজনীন রেশনিং চালুর দাবী করেন। সীতাকুন্ডে ডিপোতে বিষ্ফোরণের জন্য দায়ীদের শাস্তি এবং নিহত আহতদের উপযুক্ত ক্ষতিপূরনের দাবী জানান।সেই সাথে এলাকায় এলাকায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির নামে  লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া নুরু- মুক্তি প্রতারকদের দৃষ্টান্তমুলক শাস্তি,   ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং এ আইনে গিদারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক কমরেড গোলাম সাদেক লেবুসহ সকল নেতা কর্মীদের নামে দায়ের কৃত হয়রানিমূলক  মিথ্যা  মামলা প্রত্যাহারের দাবী জানান।  সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বানিজ্য  মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

About parinews