ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ ২০ মে থেকে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সারাদেশে গাইবান্ধায় ভোটার তালিকা হালনাগাদ
কর্মসূচী ২০২২ শুরু হয়েছে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার যোগ্যদের সঠিক তথ্য নিয়ে ভোটার হাল নাগাদ অর্ন্তভুক্ত করছেন। ২১দিন পর্যন্ত এই ভোটার হালনাগাদ কর্মসূচি চলবে। পরে নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে ভোটারদের ছবি ও বায়োমেট্রিক গ্রহন করা হবে। ভোটার হালনাগাদ কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে কি না তা পরিদর্শন করার জন্য রংপুর বিভাগের আ লিক নির্বাচন কর্মকর্তা জি.এম সাহাতাব উদ্দীন আজ রবিবার গাইবান্ধা সদরের বিভিন্ন ইউনিয়নে ভোটার হালনাগাদ কার্যক্রম পরিদর্শনে আসেন। তিনি সদরের কয়েকটি ইউনিয়নে ঘুরে ঘুরে ভোটার তথ্য হাল নাগাদ কার্যক্রম পরিদর্শন করেন। তিনি ভোটারদের সকল তথ্য সঠিকভাবে সংগ্রহ করার আহবান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোত্তালিব, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. লতিফসহ অন্যরা।
Home / জেলা সংবাদ / গাইবান্ধায় ভোটার হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেছেন রংপুর বিভাগের আ লিক নির্বাচন কর্মকর্তা