ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃগাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক মামলায় জহুরুল ইসলাম নামে এক ব্যক্তির ফাঁসির রায় দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত গাইবান্ধা।

গাইবান্ধায় মাদক মামলার আসামী জহুরুল ইসলামকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধারা ৩৬ (১) টেবিল ৮ (গ) এর অধীনে দণ্ডনীয় অপরাধে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
৬ মার্চ, রবিবার সকাল ১১টায় গাইবান্ধার বিজ্ঞ জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। আসামি জহুরুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার মালাধর গ্রামের মৃত নায়েব উদ্দিনের পুত্র। সে দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারে লিপ্ত ছিল,
গোবিন্দগঞ্জ থানার পুলিশ গত ০২/০৬/ ২০১৯ ইং তারিখে পৌরসভা এলাকায় মাদক উদ্ধার অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পান্থাপাড়া মোড়ে পলায়নের সময় জহুরুল ইসলাম কে গ্রেপ্তার করে। তার সঙ্গীয় অজ্ঞাত দুই-তিনজন পালিয়ে যায়।