গাইবান্ধা প্রতিনিধি
৬ই ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা জাতীয় পাটি কাযালয়ে জেলা জাতীয় পাটির আযোজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি ও জেলা জাতীয় পাটির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশীদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নিবাহী সদস্য ও জেলা জাতীয় পাটির সদস্য সচিব সরওয়ার হোসেন শাহিন, জেলা জাতীয় পাটির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. গোলাম শাহিন রঞ্জু, শাজাহান খান আবু, মইনুল রাব্বী চৌধুরী রুমান, আনারুল ইসলাম লেবু, মাহামুদুর রহমান মুকুল, নুরুল ইসলাম নাদুয়া,নুরুল নবী সরকার মিঠুলসহ জেলা উপজেলার বিভিন্ন পযায়ের নেতৃবৃন্দ। ১৯৯০ সালের ৬ডিসেম্বর রাষ্ট্রিয় ক্ষমতা স্বেচ্ছায় হস্তান্তর করে সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।