ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর এলাকার একটি মাদ্রাসার সামনে থেকে স্বাধীন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত স্বাধীন মিয়া সাহাপাড়া ইউনিয়নের উত্তর মিরপুর গ্রামের আয়নাল হকের ছেলে।
গাইবান্ধা সদর থানার ওসি মো. মাসুদুর রহমান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন বিষ্ণপুর এলাকার মাদ্রাসার সামনে ওই যুবকের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এব্যাপারে ওসি জানান, উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত করে মৃত্যুর কারণ বলা যাবে।