সুুন্দরগঞ্জ প্রতিনিধি
গাইবান্ধা সুন্দরগঞ্জে আলী বাবা থীম পার্কের আয়োজনে নৌকা বাইচ খেলার পুরস্কার বিতরন অনুষ্টিত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোদ্দা গ্রামে তিস্তা নদীতে নৌকা বাইচ এর ফাইনেল খেলা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ এর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য রংপুর-৪ ও বানির্জ্য মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
আরো উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুবার রহমান, পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন, সুুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু, বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা শাখা, সভাপতি, মোঃ তছলিম উদ্দিন, প্রধান পোশাসনিক কর্মকর্তা,বেক্সিমকো পাওয়ার প্লান্ট,এ কে এম রাশিদুন নবী, আলী বাবা থীম পার্কের প্রোপাইটর ইয়ার আলী, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ জেলা উপজেলা নেতাকর্মী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় অতিথিরা পাশাপাশি দুই উপজেলার যোগাযোগে রাস্তা ব্রিজ নির্মাণ এর কথা বলেন। এরপর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।