
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক দুটি অভিযানে ৩০হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
১৬ মে সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বর্ষা ফার্মিসীতে মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখায় ১০হাজার টাকা জরিমানা করেন। এরপর দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের হাসনা ট্রেডার্সে অভিযান চালিয়ে ১২শ লিটার পূর্বের দরের সোয়াবিন মজুদ রাখায় ২০ হাজার টাকা জরিমানা করেন। এবং মাইকিং করে পূর্বের দরের মজুদরাখা সোয়াবিন বোতলের গায়ে লেখা মূল্যে বিক্রি করে দেন।
এ অভিযান পরিচালনা শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর,গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় গোবিন্দগঞ্জ থানার এ,এস আই আশাদুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।