Breaking News
Home / জেলা সংবাদ / গোবিন্তগঞ্জে কাভর্ড ভ্যানের ধাক্কায় নিহত ১

গোবিন্তগঞ্জে কাভর্ড ভ্যানের ধাক্কায় নিহত ১

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইফুল ইসলাম ( ৫০) নামের এক অটোরিক্সার চালক নিহত হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সাইফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মৃত নবীর উদ্দীনের পুত্র।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানারএসআই সোলেমান গণি জানান বগুড়ামুখী কাভার্ড ভ্যান (ঢাকামেট্রো-উ ১২-২৬৪৬) এর সাথে একই দিকে যাওয়ার সময়একটি ব্যাটারী চালিত অটোরিক্সাকে পিছন থেকে ধাক্কা দিলে অটোরিক্স্রা থেকে ছিটকে পড়ে চালক সাইফুল ঘটনাস্থলেই নিহত হয়।ঘটনাস্থল থেকে মরদেহসহ অটোরিক্সা ও

About parinews