Breaking News
Home / জেলা সংবাদ / গোবিন্দগঞ্জের একটি বিল থেকে ৩ রাতে ১০টি সেচ পাম্প চুরি

গোবিন্দগঞ্জের একটি বিল থেকে ৩ রাতে ১০টি সেচ পাম্প চুরি

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি বিল এলাকার ধানক্ষেত থেকে গত ৩রাতে ১০টি সেচ ইঞ্জিন ও পাম্প চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর দল। এর ফলে শেষ সময়ের সেচ কাজ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ২শ’ বিঘা জমির উঠতি বোরো ধান ক্ষেতের ব্যাপক ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের নূরুলের বিল নামক স্থান থেকে চুরি হওয়া সেচ মেশিনগুলো দাম প্রায় তিন লাখ টাকা। বৃহস্পতিবার ৫ জন চাষীর পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়েছে।গোবিন্দগঞ্জ থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা এলাকার ওই বিল থেকে গত তিন দিনে পর্যায়ক্রমে কমপক্ষে ১০টি সেচ মেশিন ও পাম্প চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা। এসব সেচ মেশিন ও পাম্প এর মূল্য তিন লক্ষাধিক টাকা। এ ছাড়া সেচপাম্প বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ২শ’ বিঘা জমির উঠতি বোরো ধান ক্ষেতের ব্যাপক ফলন বিপর্যয় আশঙ্কা দেখা দিয়েছে। একই এলাকার চিহ্নিত একটি ছিনতাইকারী ও নেশাখোর চক্র এ ঘটনার সাথে জড়িত বলেও অভিযোগে লেখা হয়েছে।
কুমিড়াডাঙ্গা গ্রামের অভিযোগকারী কৃষক মোফাজ্জল হোসেন জানান, এর ফলে বোরোধানের শেষ সময়ের আরও তিন-চারবার সেচ দেয়া প্রয়োজন থাকলেও নতুন করে পাম্প বসানো সম্ভব না হওয়ায় আমরা ভীষণ ক্ষতিগ্রস্থ হয়ে গেলাম। ক্ষতিগ্রস্থ কৃষকরা অভিযোগ করেছেন, সেচ পাম্প চুরির সাথে জড়িত চিহ্নিত দূর্বৃত্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এরফলে কৃষকরা আরও সেচ পাম্প চুরির আশঙ্কা করছেন। তারা অবিলম্বে পুলিশী হস্তক্ষেপ কামনা করেছেন।

About parinews