
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বোগদাবাজার কাটাবাড়ী ইউনিয়নে ফুলোহার গ্রামে বান্নির মেলায় বেলুন ফুলানো সিলিন্ডার বিস্ফোরনে বিক্রেতার সহযোগীর এক পা বিচ্ছিন্ন হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায় বেলুন বিক্রেতা (৩৮) মো.মাহাবুবুর রহমান, পিতা, মো. বুলু মিয়া, বাড়ী কোঁচাশহর, হিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রাস অক্সাইড গ্যাস সমন্বিত সিলিন্ডার হতে বেলুনে বাতাস প্রবেশের সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ সময় সিলিন্ডারের অতি নিকটে থাকা তাঁর সহযোগীর পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আহত ব্যক্তিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।