গাইবান্ধা ঃ
চতুর্থ ধাপের নির্বাচনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৪নং কোচাশহর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন আসাদুল শেখ। তিনি ৯ নম্বর ওয়ার্ডের একমাত্র সাধারণ সদস্য পদ প্রার্থী। সোমবার (২৯ নভেম্বর) সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গত ২৫ নভেম্বরে জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ওই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আর কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় আসাদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

জানা যায়, বিগত ২০০৯ সালে প্রথম; ২০১৫ সালে দ্বিতীয়বার এবং এবারও সাধারণ সদস্য পদে নির্বাচিত ঘোষণার অপেক্ষায় রয়েছে আসাদুল শেখ।এ বিষয়ে আসাদুল শেখ জানান, আমি টানা তৃতীয়বার ইউপি সদস্য পদে নির্বাচিত হতে চলেছি। বিগত সময়ে ভোটারদের পবিত্র আমানতের কোনো খেয়ানত আমি করিনি। আমার কর্মকাণ্ডে ওয়ার্ডবাসী যেমন সন্তুষ্ট তেমনি জনগণের ভালবাসার মূল্য আমি আগামী দিনেও রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে।