Breaking News
Home / জেলা সংবাদ / গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনা, সেই বাস চালক আটক

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনা, সেই বাস চালক আটক

গাইবান্ধা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহনের এক নৈশকোচের ধাক্কায় অটোরিকশার ছয় যাত্রী নিহতের ঘটনায় বাস চালক সোলায়মান আলীকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে বগুড়ার মোকামতলা থেকে তাকে আটক করা হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি নৈশকোচ বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়। এ ঘটনায় বাস চালক ও হেলপার পলাতক ছিল ।

About parinews