
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের পারধুন্দিয়া আদর্শ গুচ্ছ গ্রামের বেহাল দশাপ্রভাবশালীদের দখলে গুচ্ছগ্রামের ঘরবাড়ি। গৃহহারা গরীব অসহায় নদী ভাঙ্গন মানুষরা গুচ্ছগ্রামের ঘর থেকে বঞ্চিত।প্রভাবশালী গণ পারধুন্দিয়া আদর্শ গুচ্ছগ্রামের ঘর গুলিতে তালা মেরে রেখেছে। অসহায় গৃহহারা মানুষ গণ আহাজারি করছে। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রকল্প গুচ্ছগ্রাম এর মাধ্যমে গৃহহীন মানুষদের কে বাসস্থান নিশ্চিত করা।সরেজমিনে এলাকায় ঘুরে জানা গেছে গুচ্ছগ্রাম গুলোতে অব্যবস্থাপনা ও স্থানীয় প্রভাবশালীদের অন্যায় দাপটের ফলে গরীব অসহায় গৃহহীন সাধারন জনগন দিশেহারা হয়ে পড়েছে।প্রভাবশালীরা গুচ্ছ গ্রামগুলোতে ঘরে তালা লাগিয়ে নিজ দখলে রেখেছে এবং জ্বালানি খর কুটা এমনকি গরীব অসহায় মানুষদের কে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে।।অযত্নে অবহেলায় ও লোকজন না থাকায় গুচ্ছ গ্রাম টি আবর্জনা স্তুপে পরিনত হয়েছে। প্রশাসনের জোরালো ভূমিকা রেখে অবৈধ দখলমুক্ত করে প্রকৃত গরীব অসহায় গৃহহিন মানুষদেরকে বাসস্থান নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পদক্ষেপ বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী মহল।