Breaking News
Home / জেলা সংবাদ / গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা অটোরিকশা চালক নিহত

গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা অটোরিকশা চালক নিহত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা এলাকায় ট্রাকের ধাক্কায় মাসুম মিয়া (৩৫) নামে সিএনজিচালিত একটি অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী।শুক্রবার (২৯ এপ্রিল) সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে
নিহত মাসুম ওই উপজেলার হরিপুর গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ হোসেন  জানান, সকাল ৬টার দিকে বাগদা বাজার এলাকায় দিনাজপুরগামী একটি ট্রাক সামনে থাকা যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় আটকা পড়া চালক মাসুম ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং দুই যাত্রী আহত হন।  
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোলামান  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে। অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।

About parinews