Breaking News
Home / জাতীয় / চালু হলো পরীক্ষামূলকভাবে ঢাকা নগর পরিবহন, চলবে ঘাটারচর থেকে কাঁচপুর

চালু হলো পরীক্ষামূলকভাবে ঢাকা নগর পরিবহন, চলবে ঘাটারচর থেকে কাঁচপুর

জাতীয়

গণপরিবহনে শৃঙ্খলা আনতে অবশেষে পরীক্ষামূলকভাবে বাসরুট রেশনালাইজেশন কার্যক্রমের উদ্বোধন করা হলো। রোববার (২৬ ডিসেম্বর) সকালে সচিবালয় থেকে অনলাইনে উদ্ধোধন কর্মসূচিতে অংশ নেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়ার আতিকুল ইসলাম।

ছবি: সংগৃহীত

নগর পরিবহনের আওতায় পরীক্ষামূলকভাবে কেরাণীগঞ্জের ঘাটারচর থেকে মতিঝিল হয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত চলবে ৫০টি বাস। পর্যায়ক্রমে শতাধিক বাস যুক্ত হওয়ার কথা রয়েছে।

উদ্বোধনের সময় ওবায়দুল কাদের বলেন, উন্নয়নকে ম্লান করে দেয় সড়কের শৃঙ্খলা। সড়কে যদি শৃঙ্খলা না থাকে তাহলে বড় বড় প্রকল্পের সুফল আমরা পাবো না। এক্ষেত্রে বাসরুট রেশনালাইজেশন বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

About parinews