চিলমারী,কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে চিলমারীতে উপজেলা পর্যায়ে যুব সদস্যদের নিয়ে দুই দিন ব্যাপী বিষয়ে আদালত বির্তক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫নভেম্বর ) সকালে আরডিআর এস প্রশিক্ষণ কক্ষে সিডা ও প্লান ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের মাধ্যমে উপজেলার ৬টি ইউনিয়নের মোট ২৫ জন যুব ও যুবাকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।

বাল্যবিবাহ রোধ বিষয়ক আদালত বির্তক প্রশিক্ষণে সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন আরডিআরএস’র বাংলাদেশ বিল্ডিং ফিউচার ফর গার্লস(বিবিএফজি) উপজেলা সমন্বয়কারী ফারজানা ফৌজিয়া, থানাহাট ইউনিয়ন ফেসিলেটটর মশিউর রহমনা, রমনা ইউনিয়ন ফেসিলেটটর নয়ন রায় প্রমূখ।
প্রশিক্ষণটি পরিচালনা করেন বড়ুয়াহাট বি. এম কলেজ’র অধ্যক্ষ শাহ্ মোঃ রেজাউল করিম।