Breaking News
Home / জেলা সংবাদ / ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

গাইবান্ধায় পলাশবাড়ী থানার–৫ নং মহদীপুর ইউনিয়নে মহদীপুর গ্রামে (ঠুটিয়াপাকুর) এ, এফ, জে, ব্রিকের বিষাক্ত ধোঁয়ায়  পুড়ছে বোরো ধান সহ ফলোজ গাছ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ। এলাকার কৃষকরা দিশাহারা।
MP মহোদয় ও UNO মহাদ্বয়ের যৌথ হস্তক্ষেপে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন। দু’দিনের মধ্যে যৌথভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করার কথা থাকলেও তা পরিলক্ষিত হচ্ছে না। ইটভাটা মালিক কর্তৃপক্ষ  নিজেদের মতো করে দায়সারা  লোক দেখানো তালিকা তৈরি করে সময় ক্ষেপণের  চেষ্টায় লিপ্ত।
ক্ষতি গ্রস্হ কৃষক গণ ও এলাকার জনগণ  এর সুষ্ঠু সমাধান সহ এমপি মহোদয় ও  ইউ এন ও মহোদয়ের সুদৃষ্টি কামনা করছেন।

About parinews