
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিশেষ অভিযানে শুক্রবার আনুমানিক সকাল নয় টায় জেলার নলছিটি উপজেলার মগর ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে মাদক ব্যবসায়ী হাওলাদার বাড়ির মোঃ মহিউদ্দিন ওরফে মুকুল হাওলাদার কে আটক করে। পাচশত গ্রাম গাজা উদ্ধার করে।ভ্রাম্যমাণ আদালতে হাজির করে ।নলসিটির ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) মাছুমা আক্তার তিন মাসের সাজা প্রধান করে জেলা কারাগারে প্রেরণ এ নির্দেশ দেন। মাদক মামলার প্রসিকিউশনকারী ঝালকাঠি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবদুর রব জব্দকৃত আলামত ঘটনাস্থলেই আগুনে পুরিয়ে ফেলে।