
ময়মনসিংহের ধোবাউড়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের চন্দ্রঘোনা গ্রামে ঢলের পানিতে পড়ে আলমের ছেলে মোজাম্মেল হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘোষগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ঢলের পানিতে পড়ে ওই শিশুটির মৃত্যু হয়েছে।
এদিকে আকস্মিক বন্যায় চলতি আমন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। বিভিন্ন স্থানে নেতাই নদীর বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি প্রবেশ করছে। ঢলের পানিতে প্লাবিত হচ্ছে রোপা আমন। নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে অনেকে পানিবন্দি হয়ে পড়েছেন।
বুধবার সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকার মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের বাড়ির পাশ দিয়ে নেতাই নদীর বেড়িবাঁধ, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে রহমতের বাজারের পাশের নেতাই নদীর বাঁধ, ঘোষগাঁও ইউনিয়নের রায়পুর এবং ভালুকাপাড়া এলাকায় ভাঙন দিয়ে প্রবল স্রোতে পানি প্রবেশ করছে। ঢলের পানিতে ভেসে যাচ্ছে কৃষকের স্বপ্ন আমন ফসল।
বৃহস্পতিবার সকাল থেকেও হু-হু করে বাড়ছে পানি। এতে আমন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকরা।
গামারীতলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান জানান, কলসিন্দুর এবং গৌরীপুরে নেতাই নদীর ভাঙন দিয়ে পানি প্রবেশ করছে। গত জুলাই মাসের শুরুতে পাহাড়ি ঢলে নেতাই নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। পরে ভাঙন এলাকা পরিদর্শন করে বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। কিন্তু পুনরায় পানি প্রবেশ করায় তা সম্ভব হয়নি।