
ঝালকাঠি প্রতিনিধি :
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. আক্কাস সিকদার। আজ বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি আব্দুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন । আক্কাস সিকদারের পক্ষে জামিন আবেদন শুনানী করেন এইচআরপিবি প্রেসিডেন্ট অ্যাড. মনজিল মোরসেদ। একই আদালত বরিশাল কোতয়ালী মডেল থানায় দায়ের করা মামলায়ও আক্কাস সিকদারের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য সেতুমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে প্রযুক্তি করায় ঝালকাঠি প্রেস ক্লাবের সেক্রেটারি আইনজীবী চ্যানেল ২৪ প্রতিনিধি আক্কাস সিকদারসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৯, ৩১ ও ৩৫ ধারায় ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের (মামলা নং-১৭) করা হয়।
মামলার উল্লেখ করা হয়, জনৈক নেয়ামুল বাশারের ফেসবুক ষ্টাটাসের কমেন্টসে আক্কাস সিকদার লেখেন, ” চাঁদা দেবে ১৯ জায়গায় নয়তো ২০ জায়গায় নেবে কারো কিছু করার আছে? স্বাধিন বাংলা চাদাবাজী বা চাদা আদায় স্বরাষ্টমন্ত্রনালয় মন্ত্রী এবং সেতু মন্ত্রী ও-কা স্মীকৃত একটি পেশা। এ পেশায় অন্তত ২০ হাজার লোক কাজ করে”।