Breaking News
Home / খেলাধুলা / দলে নতুন বাঘ

দলে নতুন বাঘ

স্পোর্টস নিউজ

ব্যতিক্রমী উদযাপনে নিজের আগমনী বার্তা জানালেন নাসুম আহমেদ। অভিষেকেই সিরিজ জয়ের আনন্দ। তিন উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। কোচ রাসেল ডোমিঙ্গোর থেকে পেয়েছেন ‘স্মার্ট বোলারের’ তকমা। আরেক স্পিনার মেহেদী মিরাজকেও প্রশংসায় ভাসিয়েছেন এই প্রোটিয়া কোচ।

এলাম, দেখলাম, জয় করলাম। একদিনের ক্রিকেটে নাসুম আহমেদের গল্পটা অনেকটা এরকমই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২২ ম্যাচ খেলার পর ওয়ানডে অভিষেক হয়েছে নাসুম আহমেদের। প্রথম ম্যাচে ৮ ওভারে ১৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ম্যাচেই মিটিয়েছেন আক্ষেপ। ১০ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট। ফলাফল অভিষেকেই সিরিজ জয়ের আনন্দ। উদযাপনেও ছিলেন অনন্য। জানিয়ে দিলেন, দলে নতুন টাইগারের আগমনের সংবাদ।

About parinews