
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃদ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ও ভোটাধিকারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে সিপিবির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ১ নম্বর রেলগেটে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদকমন্ডলীর সদস্য আসোয়াদ আলী, গোলাম রব্বানী মুসা, ছাদেকুল ইসলাম, জেলা কমিটির সদস্য যজ্ঞেশ্বর বর্মণ, মশিউর রহমান মইশাল, সুন্দরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল প্রমুখ।বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা। মানুষ আর স্বাভাবিকভাবে জীবনধারণ করতে পারছে না। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে ও মানুষের ভোটাধিকার-গণতন্ত্র পুরুদ্ধারের লড়াই জোরদার করতে হবে বলে জানায়।