ছাদেকুল ইসলাম রুবেল গাইবান্ধা সংবাদদাতাঃ, গতকাল শুক্রবার দুপুরে ধাপের হাট পুলিশ তদন্ত কেন্দ্রের সু- দক্ষ ইনচার্জ সেরাজুল হক উন্নত তথ্য প্রযুক্তি ব্যাবহার করে ঢাকা গাজীপুর এলাকার একটি কারখানা হতে আসামীকে গ্রেফতার পৃর্বক ভিকটিম উদ্ধ্যার করেছেন।

বিস্তারিত আসছে—, এ নিয়ে সেরাজুল হক ঢাকা হতে ৪ জন ডাকাত, ৫ জন,অপহরনের আসামী, ৩ জন ভিকটিম, হত্যা মামলার ৬ জন আসামী কে অল্প সময়ের মধ্যে গ্রেফতার করে ঘটনার ক্লু উদ্ধ্যার করায় উদ্ধঃতন কতৃপক্ষের নজর কেড়ে জেলা এবং বিভাগীয় পর্যায়ে পুরস্কার পেয়েছেন।

এলাকায় পুলিশের ভাবমৃর্তির সু নাম ছড়িয়েছেন অনেকটাই, ধন্যবাদ ইনচার্জ সেরাজুল ভাই, সু- গম হোক আপনার আগামীর পথচলা।