ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার পলাশবাড়ীতে ব্যাটারী চালিত অটোরিক্সার চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন সাড়ে ৪ বছরের শিশু হিরাম খাতুন।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার (২২ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের বটেরতল হতে মোস্তফাপুর গ্রামের আহাদ আলী বাড়ী সংলগ্ন পাকা এ রাস্তায় দূর্ঘটনাটি ঘটে। হিরাম ওই গ্রামের ইউছুব আলীর মেয়ে। শিশু হিরাম ওইসময় পাকা রাস্তা পাড় হয়ে তার বাড়ী ভিতর যাচ্ছিলেন। এসময় ওই পাকা রাস্তা দিয়ে যাত্রীসহ একটি ব্যাটারী চালিত অটোরিক্সা হিরামকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে শিশু হিরামের মৃত্যু হয়। শিশু হিরামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।