ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ কখনো মেলায় আবার কখনো খোলা জায়গায় বিল ও নদীর পাড়ে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বিশেষ কায়দায় চলছে ডাব্বু জুয়ার আসর। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পৌর এলাকায় আন্দুয়া, শিমুলিয়া কামারপাড়া, শিমুলতলা এবং দিগদারী মৌজার) মাঝদিয়ে আখিরা নদীর দু’ধারে এবং ওইসব এলাকার পানের বরজের মধ্যে। উপজেলার আন্দুয়া মোড় কাতুলী, বেংগুলিয়া এলাকার বিভিন্ন রাস্তা-ঘাটে ভাড়াটিয়া ডিউটি রেখে পরিচালিত হচ্ছে ৬ গুটির ডাব্বু জুয়া খেলা নিয়মিত চলে আসছে প্রায় কয়েক মাস ধরে। যা পরিচালনা করছে স্থানীয় একটি জুয়ারু চক্র। এসব জুয়া বন্ধে তদন্ত সাপেক্ষে জুয়ারুদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান সচেতন মহলের।
ডাব্বু জুয়া খেলার মূলহোতা পৌর এলাকার পশ্চিম গোয়ালপাড়া গ্রামের মৃত মোজ্জাম্মেল হক বাদিয়ার ছেলে আব্দুল মালিক ওরফে মানিক, উপজেলার গণেশপুর গ্রামের আতিকুর রহমান এরা দুজনে জুয়ার আসরের দেখ ভাল করেন। এদের ভারাটিয়া লোক হিসাবে সড়ক গুলোতে পাহারায় থাকেন ও ডাব্বু পরিচালনা করেন আন্দুয়া গ্রামের মৃত সয়েন উদ্দিনের ছেলে হেলাল মিয়া,সিদ্দিক মিয়া ও ছাত্তার মিয়াসহ তাদের আত্মীয় স্বজনেরা৷
প্রতিদিন বেলা আড়াইটার পর হতে অত্রালাকার বিভিন্ন লোকজনদের ভাড়া করে সমস্ত রাস্তায় ডিউটি রাখা হয়। এভাবে চলছে উক্ত জুয়া আসর । গতকাল বিকালে আন্দুয়া গ্রামে বিলের নিকটে পানের বরজের পাশে জুয়ারুরা গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে দিক বিদিক দৌড় দিয়ে পালিয়ে যায়। জুয়া খেলার বিষয়ে জুয়ারু চক্রের ভয়ে স্থানীয়রা কোন কথা বলতে রাজি নয় ,তবে জুয়ারু চক্রের মূলহোতা মানিকের নিকট জানতে চাইলে তারা নিয়মিত জুয়া খেলার বিষয়টি অস্বীকার করেন।