ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ মাদক, সন্ত্রাস, জুয়া ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আশার আলো খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বরিশাল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাংবাদিক রফিকুল ইসলামের সভাপতিত্বে আজ ৭ জানুয়ারী শুক্রবার বিকালে উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের দক্ষিণ ভগবানপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও টুনামেন্টের উদ্বোধন করেন পলাশবাড়ী পৌরসভার মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। এসময় ২নং হোসেনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু,প্রধান শিক্ষক আব্দুল মালেক মন্ডল, প্যানেল মেয়র আব্দুস সোবহান মন্ডল,আসাদুজ্জামান শেখ ফরিদ, বিশিষ্ট সমাজসেবক সাইদার রহমান মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
উদ্বোধনী টুনামেন্টের খেলায় অংশগ্রহণ করেন গ্যালাক্সি ফুটবল একাডেমি রংপুর বনাম গাবতলী ফুটবল একাদশ বগুড়া।