ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীর ৬ নং বেতকাপা ইউনিয়ানের প্রতান্ত পল্লী গ্রামে বলরামপুর গ্রামে যাতাযাতের রাস্তা সংস্কার না করায় চলাচলের জন্য খুবই ঝুকিপূর্ণ।
ওই গ্রামে প্রবেশের জন্য পূর্ব তুলসীঘাট ও পশ্চিম মাঠের হাট দুই দিকে দুইটা রাস্তা দিয়ে প্রবেশ করতে হয়। ওই গ্রামের ৫-৬ হাজার লোকের বসবাস করে।

বৃদ্ধ গর্ভবতী ও কমলমতি শিক্ষার্থীর জন্য চলাচল অনাউপযোগী হয়ায় গ্রামের উন্নয়ন থমকে আছে।এছাড়া পার্শবর্তি গ্রাম,আমাদা,বড় দুর্গ পুর, রাজনাগড় সহ অন্য গ্রামের একাংশের প্রত্যেকের ই দৈনন্দিন প্রয়োজন মেটাতে প্রতিদিন বাড়ি থেকে বের হতে হয়।প্রয়োজনের তাগিদে বের হওয়া ব্যক্তিগুলোর যাতায়াতের একমাত্র মাধ্যম নিম্নোক্ত রাস্তাটি।যার উপর বৃষ্টির পানি পতিত হলে সেটা আর ভ্যান বা সাইকেল চলার উপযোগী থাকে না।

স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে কমলমতি ছাত্র-ছাত্রীদের হেটে যাওয়ার ও উপায় থাকে না। ফলে স্কুল, কলেজ, মাদরাসায় যাতায়াতে প্রচুর সমস্যা সৃষ্টি হয়।স্থানীয় বাসিন্দা ছামছুল ওস্তারী বেতকাপা ইউনিয়ানের মোস্তাফিজুর রহমান (চেয়ারম্যান) বলরামপুরের মেম্ববার সহ সকলের দৃষ্ট কামনা করে রাস্তাটি মেরামত করার জোরাল দাবী জানান।