
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হিজলগাড়ী গ্রামে ইটভাটা তাপে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।
২৯ এপ্রিল দিনব্যাপী অত্রএলাকার মোট ৭০ জন কৃষকের মাঝে ক্ষতি অনুযায়ী বিভিন্ন পরিমানে নগদ অর্থ প্রদান করা হয়। এর মাঝে সর্বনিম্ন জমির পরিমান ২ শতাংশ ছিলো। অধিকাংশ এ জমিগুলোতে চলতি বোরো ধান রোপন করা ছিলো যাহা জমি হতে কর্তনের উপযুক্ত বটে। এ ক্ষতিপূরণ প্রদানের সময় স্থানীয় সুধীমহল উপস্থিত ছিলেন।
এম,এম,বি ইটভাটা’টি মূলত জিকজাক ক্যটাগড়ির(হাওয়া ভাটা) বটে যাহা দীর্ষদিন হতে ইট উৎপাদন করে আসছে। এ বিষয়ে ইটভাটা মালিক পক্ষ হতে জানানো হয়, যে ঘটনাটি ঘটেছে যাহা অনাকাঙ্ক্ষিত বটে আমরা কৃষকের জমির তালিকা তৈরি করে বিভিন্ন পরিমানে নগদ অর্থ প্রদান করা হয়েছে।