Breaking News
Home / জেলা সংবাদ / পলাশবাড়ীতে এলজিডির ব্রীজ ও রাস্তা অসমতল

পলাশবাড়ীতে এলজিডির ব্রীজ ও রাস্তা অসমতল

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় এলজিইডির রাস্তা গুলোতে ব্রীজ ও রাস্তা সমতল নয়। রিক্সা-ভ্যান থেকে শুরু করে মোটরসাইকেলসহ অন্যান্য যানগুলো চলাচলে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। প্রতিটি রাস্তায় ও প্রতিটি কালভার্ট গুলোর সঙ্গে রাস্তা অসমতল।

এসব রাস্তা গুলো সংস্কার করলেও ব্রীজ ও রাস্তা অসমতলই করে যাচ্ছে। মনে হয় ইষ্টিমিটই এমন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও অদেখা।

About parinews