
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৫ অক্টোবর ) সকাল সাড়ে ১০ টায় টাউন হলে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ- সভাপতি জননেতা আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রদ্দীপ্ত রায়, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক সুবীর রায়সহ কমিটির সকল সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এরপর থানা প্রশাসনের আয়োজনে বাদ জোহর থানা হলরুমে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানার সভাপতিত্বে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।