ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃপলাশবাড়ী উপজেলায় স্থানীয় নদীতে পড়ে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়ছে।
আজ ২৫ মে দুপুরে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান,শিশুর মা হাস আনতে নদীতে গেলে শিশু বাচ্চটিও মায়ের অজান্তেই পিছনে যায়।সবার অজান্তই ভরা নদীর পানীতে পড়ে মারা গিয়ে মরা দেহ ভেসে উঠে।পরিবারের লোক বাড়ীর আশপাশ অনেক খোজা খুজির পরে নদীতে ভাসমান লাশ দেখে। স্থানীয়রা উদ্ধার করে দেখে সে মারা গেছে।মৃত্যুর বিষয়টি উক্ত ইউপি চেয়ারম্যান আবু বক্কর নিশ্চিত করেন।