Breaking News
Home / জেলা সংবাদ / পলাশবাড়ীতে মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি

মহান বিজয়ে ৫০ বছর মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস উৎযাপনে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি ।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন,সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা,ভিপি রফিকুল ইসলাম,শ্রম বিষয়ক সম্পাদক রেজানুর রহমান ডিপটি প্রমুখ।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকগণ,রিপোর্টাস ইউনিটি ও প্রেসক্লাবের সভাপতি সম্পাদকগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের দরপত্রে লটারী অনুষ্ঠিত হয়।

About parinews