ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন মধ্যপাড়া গ্রামে স্থানীয় উত্তর সাবদিন হিলফুল ফুজুল ইসলামী যুব সমাজের উদ্যোগে ও হাফেজ মোঃ আঃ বাসেদ সরকার বাবুলের নেতৃত্বে অসহায় বৃদ্ধাকে ঘর প্রদান করা হয়েছে।

একটি ঘরের অভাবে অনেক দিন থেকেই মানবেতর জীবন যাপন করে আসছিল অসহায় ওই বৃদ্ধা। বিষয়টি জানতে পেরে হাফেজ মোঃ আঃ বাসেদ এলাকার যুবকদের নিয়ে ওই বৃদ্ধার ঘর তৈরির প্রতিশ্রুতি দেয় এবং কয়েক দিনের মধ্যেই নিজেদের অর্থায়নে ঘর তৈরি করে দেন।