Breaking News
Home / জেলা সংবাদ / পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনা  আটো চালকসহ নিহত  ৩

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনা  আটো চালকসহ নিহত  ৩

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আজ ২৭ এপ্রিল বুধবার  সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বিটিসি মোড়ে বাস-অটো রিস্কার মুখোমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন । নিহতরা হলো সোহেল (৩০), তাজু  (২৩),সবুজ (৩৬)। তারা সকলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। 
ঘটনাস্থলে উপস্থিত পলাশবাড়ী থানার ওসি তদন্ত রুপ কুমার জানান ,আজ সকাল  ৮ টার দিকে পীরগঞ্জ উপজেলার থেকে সবজি বোঝাই একটি অটো রিক্সায় কয়েকজন যাত্রী নিয়ে পলাশবাড়ীর হাটের দিকে আসছিলো।  অটো রিক্সাটি বিটিসি মোড়ে পৌছিলে ঢাকা থেকে রংপুরগামী নিউ সাফা পরিবহনের একটি বাস অটো রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে অটো বিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই দুই যাত্রী নিহত হয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনে মৃত্যু হয়। চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটি আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।  
ঘটনাস্থলে থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, পলাশবাড়ী সহকারি কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন সহ অন্যান্যরা উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।

About parinews