
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সীমানা দিয়ে বয়ে যাওয়া জাফর গ্রাম সংলগ্ন মচ্চ নদী আমবাগান ঘাটে একটি ব্রীজ অভাবে ১২ গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা নৌকা। ব্রীজ অভাবে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশা মানুষের ভোগান্তির শেষ নেই। এলাকাবাসীর দাবী এখানে দ্রুত একটি ব্রীজ নির্মাণ হলে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের যাতায়াত, কৃষকদের ফসল বাজারজাতকরণ, অসুস্থ্য রোগীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হবে না। সরেজমিনে গিয়ে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সীমানা দিয়ে ঘেঁষে যাওয়া প্রায় ১০০ বছরের পুরানো এই আমবাগান মচ্চ নদীর ঘাটটি দিয়ে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের জাফর, মুংলিশপুর, পালপাড়…