ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পুলিশ সুপারের নির্দেশনায় পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে মোঃ মাসুদ রানা, অফিসার ইনচার্জ, পলাশবাড়ী থানা, গাইবান্ধা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে গাড়ি চেকিং করাকালে ১৭ বোতল ফেন্সিডলসহ এক জন আটক।

৩ মার্চ বিকালে রংপুর-বগুড়া মহাসড়কের উপর তেতুলীয়া টু বগুড়া গামী বিআরটিসি পরিবহনের যাত্রী আসামী ১। শ্রী আশীষ শাহ (৪৮), পিতা-মৃত সন্তোষ সাহা, সাং-মাটিডালী (শাহপাড়া), থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া এর হেফাজত হইতে ১৭ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল পাইয়া তাকে আটক করেন।
এ বিষয়ে পলাশবাড়ী থানার এক মাদক মামলা হয়। যাহার নং-০৬, ধারা-৩৬(১) সারনির ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়।