
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৪ এপ্রিল রবিবার সকালে আর বি আর এস বাংলাদেশ আয়োজনে উপজেলা পরিষদের টাউন হলে হরিনাথপুর নারী উন্নয়ন সংস্থার সভাপতি শ্রীমতি লতা রানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম চৌধুরী মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামিকুল ইসলাম লিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল রিপন, ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু ও ৯নং হরিনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
এ সময় উপজেলার নারী উন্নয়নের সংস্থার সভাপতি ও সাধারন সম্পাদকগণ উপস্থিত ছিলেন।