গাইবান্ধা ঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর। এ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরবর্তী কাযক্রম তুলে ধরতে গণ মঞ্চের মাধ্যমে জনতা মুখোমুখি হয়েছিলেন বরিশাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দি চেয়ারম্যান প্রার্থীগণ। গতকাল শুক্রবার বিকালে জুনদহ হাইস্কুল মাঠে মানবতা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে গণমে সভাপতিত্বে করেন সংস্থার সভাপতি সৈয়দ আওরাঙ্গজেব আলম ও সহ সভাপতি ইস্তেকুর রহমান সেতুর স ালনায় গণমে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
গণমে উপস্থিত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রভাষক শামীম মিয়া, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদ মন্ডল মারো সামাদ, ইসলামি আন্দোলনের মাওঃ মোঃ শরিফুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন,এম এ হালিম সরকার,শামীম আহম্মেদ।
এসময় আরো বক্তব্য রাখেন, প্রভাষক শ্যামল কুমার মহন্ত,মানবতা সামাজিক উন্নয়ন সংস্থার দপ্তর সম্পাদক সৈয়দ জাহিনুর বেগম,অর্থ সম্পাদক কাকুলি পারভীন,সমাজকল্যাণ সম্পাদক তহিদুল ইসলাম,সদস্য ফৌজিয়া আফরিন,হুমায়রা রহমান সহ অন্যান্যরা। এসময় বরিশাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের ভোটার জনসাধারণসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন হাফেজ ওমর ফারুক। এ অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থীগণ,নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বরিশাল ইউনিয়নের কাংখিত উন্নয়ন বাস্তবায়ন করে ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন।