পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে (গোডাউন বাজার) ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মিজানুর রহমান চাঁন-এর সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এবং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, রফিকুল ইসলাম ভিপি, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, শ্রম বিষয়ক সম্পাদক রেজানুর রহমান ডিপটি, জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত ও উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি মনিরুজ্জামান তালুকদার রাসেল, তাঁতীলীগের সহ-সভাপতি তারা মিয়া প্রমুখ। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র সভাটির স ালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওহাব প্রধান রিপন।