গাইবান্ধা জেলা প্রতিনিধি

মনোনয়ন পত্র জমাদানের পর বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে কে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের সাধারণ ভোটারদের ঘরে ঘরে গিয়ে নৌকা মার্কায় ভোট ও দোয়া কামনা করছেন জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী একেএম আহম্মেদুল কবির রাঙ্গা। নৌকার জয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি এ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯ শত ৩৩ জন। আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহন এ ইউনিয়নে পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও ৫ স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
নৌকা মার্কার মনোনীত প্রার্থী একেএম আহম্মেদুল কবির রাঙ্গা হোসেনপুর ইউনিয়নের সাবেক সফল জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল জোব্বারের পুত্র। তিনি দীর্ঘদিন হলো আওয়ামীলীগের রাজনীতি জড়িত থেকে সামাজিক ও মানবিক সেবা মুলক কাজ করে যাওয়া ইউনিয়নের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।