
পলাশবাড়ী থেকে: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গ্রামীণ অবকাঠামো সংস্কার/রক্ষণাবেক্ষণ প্রকল্পের অনিয়মের প্রেক্ষিতে তদন্ত অনুষ্ঠিত হয়। টিআর, কাবিখা, কাবিটা বরাদ্দে প্রকল্প গুলোর অনিয়মের জন্য লিখিত অভিযোগের কারণে এ তদন্ত অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার ৫ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার কক্ষে ২০২০-২০২১ অর্থ বছরের প্রকল্প গুলোর পুঙ্খানু-পুঙ্খানু তদন্ত করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুন। এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। লিখিত অভিযোগে আরও জানা যায়, একই অর্থ বছরে একই স্থানে টিআর কাবিখা প্রকল্পসহ অধিকাংশ প্রকল্প গুলোতে ৪০ দিনের কর্মসূচির শ্রমিক দিয়ে কাজ করানো হয়েছে।