Breaking News
Home / জাতীয় / পলাশবাড়ী পৌরসভা পরিদর্শন ও শ্রমিকনেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন  বীরমুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি

পলাশবাড়ী পৌরসভা পরিদর্শন ও শ্রমিকনেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন  বীরমুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলায় রাজনৈতিক সফরে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে পলাশবাড়ী পৌরসভা পরিদর্শন ও স্থানীয় পরিবহন শ্রমিকনেতাদের সাথে  মতবিনিময় করেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য,  মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের জাতীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক নৌপরিবহন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। 

আজ ১৮ জুন শনিবার সকালে  পৌরসভা পরিদর্শন ও শ্রমিকনেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের এসময় বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, পৌর মেয়র ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,প্যানেল মেয়র ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান মন্ডল,বিশিষ্ট ব্যবসায়ি   জোহাসহ পৌর কাউন্সিলর ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পৌরসভার সার্বিক উন্নয়ন মুলক কর্মকান্ড ও স্থানীয় শ্রমিকদের বিষয়ে খোঁজ খবর নেন বীরমুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি।

About parinews